মেহেরপুর নিউজ:
হেমন্তের শেষ প্রান্তে এসে সূর্যের আলোবিহীন একটি দিন পার করলো মেহেরপুর জেলাবাসী। বৃহস্পতিবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে মেহেরপুরের আকাশ। গত কয়েকদিন যাবত কুয়াশা পড়লেও বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে রোদের মুখ দেখা যেত।
কিন্তু বৃহস্পতিবার ভোর থেকে শুরু করে একটি বারের জন্যও সূর্যি মামা একবারও মুখ দেখাতে পারেননি। এতটাই ঘন কুয়াশা ছিল যে সারাদিনে প্রধান প্রধান সড়কগুলোতে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে, আর মাত্র তিন দিন পরেই ঋতু অনুযায়ী শীতকাল শুরু হবে। কিন্তু হেমন্তের শেষ প্রান্তে এসে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে।
মেহেরপুর শহরের বড়বাজার এলাকাসহ কয়েকটি হাটে শীতের কাপড় কিনতে অনেককেই ভিড় করতে দেখা গেছে। ঘন কুয়াশার কারণে জনজীবন মূলত স্থবির হয়ে পড়ে। সারাদিনে শীতের তীব্রতা অনুভূত হয়েছে।