মেহেরপুর নিউজ:
‘যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বরষায়, এসো ঝরঝর বৃষ্টিতে-জলভরা দৃষ্টিতে,এসো কোমল শ্যামল ছায়.. যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি, উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো, তুমি চলে এসো এক বরষায়।’ এই গানের কথাগুলোর মতোই চলে এলো আরেক বর্ষা।
বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক, নাট্যকার, উপন্যাসিক হুমায়ুন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ । ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের এই দিনে নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হুমায়ূন আহমেদ।
লেখকের অষ্টম প্রয়াণ দিবস উপলক্ষে আজ রবিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর অরণি “হুমায়ুন কথন” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অরণি সভাপতি নিশান সাবেরের সুত্রধরে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সামারুল ইসলাম, ছামাদুল ইসলাম, আশাদুল ইসলাম খোকন, খাদিজা জান্নাত পরী, মীর রফিকুল ইসলাম, মাহবুল ইসলাম, রুবেল হোসেন, আলাউদ্দিন, আব্দুল্লাহ ।
অরণি‘র এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসাবে মেহেরপুর নিউজ সরাসরি সম্প্রচার করে। এবং অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ছিলেন আতিক স্বপন, মনোয়ার হোসেন রিপন, শাওন, মোস্তাক মিলন, ওয়াসিম, নাসিম, কামরান, মাহবুবুল হক মনটু, সাঈদ হোসেন।