বর্তমান পরিপ্রেক্ষিত

হিতিমপাড়ায় এক নবজাতকের লাশ উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 04, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার হিতিমপাড়া ভৈরব নদ থেকে ৫-৬ মাস বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে দুপুরের দিকে এলাকাবাসী হিতিম পাড়া ভৈরব নদে গোসল করতে এসে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে নবজাতকের লাশ উদ্ধার করে। পরে হিতিমপাড়া কবরস্থানে দাফন করা হয়। স্থানীয়দের ধারণা, অবৈধ প্রেমের ফসল হিসাবে পূর্ণ বয়স হওয়ার আগেই অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে ওই স্থানে মরদেহ ফেলে রেখে যায়।