নিশান সাবের, অরণি থিয়েটার:
তোরা কি ক্ষতি করিলি জাতির কখনও পুরবে না তা।
কি ক্ষতি করিলি বাংলার পূরণ হবার না তো তা
হায় পিতা হায় পিতা হায় পিতা হায় পিতা….।
মা পরাধীন করলো স্বাধীন
সারাজীবন লড়ে
স্বপ্ন ছিলো গড়বে স্বদেশ এই মানুষের তরে।
কি অপরাধ বঙ্গমাতার –
ছোট্ট শিশু রাসেলের
কি কারনে প্রাণ যে গেলো
জামাল কামাল নাসেরের।
বলতে পারিস দানবের দল
রোজির কি দোষ ছিলো
কোন বা দোষে আ রব
সেরনিয়াবাত নিজের জীবন দিলো।
বলতে পারিস পিশাচ
তোরা সুকান্তের কি দোষ
কর্নেল জামিল হত্যা হলো
বুলেটেরই রোষ।
মাহাবুব, সুলতানা কামাল এবং সিদ্দিকুর
কি কারনে মিলিয়ে গেলো
আকাশেরি দূর কোন বা দোষে
আরিফ,সজিব বেন্টু কিংবা বেবি
কোন অপরাধে আরজু ও মনি হয়ে গেল ছবি।
কাদের লোভে ধ্বংস হলো মোদের স্বাধীনতা হায় পিতা……..
ভেবেছিলি মারলে তোরা ব্যক্তি মুজিবরে পিতার চিন্হ যাবে মুছে
বাংলায় চিরতরে।
যায় কি মোছা ইতিহাস
আর সত্য অনির্বাণ
ধ্বংস হয়নি মুজিবালেখ্য যায়না পিতার মান।
একরারও ভাবলিনা দানব পিতা হত্যা করে
কার বা হাতে দেবো তুলে প্রিয় বাংলা মারে।
কোন অপরাধ মাথায় নিয়ে তাজউদ্দিন দেয় প্রান
সৈয়দ নজরুল ক্যাপ্টেন মনসুর এবং কামরুজ্জামান।
সত্য আজ বলছে কথা ওঁরা জাতির নেতা হায় পিতা…