রাফিয়া আক্তার
========================
সেই পুরোনো রীতি মেনে
চুপ করে ছিলাম উত্তর দেইনি,
স্পর্ধা ছিল না সেটা বলছি না ।
বলছি, কেন নেই সেই
কথা অজানা রয়েই গেল
সে রহস্য উন্মোচন হলো না।
সুপ্ত আগ্নেয়গিরি ছেঁড়া ছেঁড়া
আগুনের প্রবল বর্ষণ,
আজ ও আমার স্পর্ধার
বিনীত নিবেদন পার হয়ে গর্জন করে ওঠে না।
আমি আজ ও বিনয়ী
বেশে শত শত
ভূমিকম্পের তোলপাড়
করে আকাশ পাতাল
কাঁপিয়ে তোলা সামুদ্রিক
গর্জন শুনতে শুনতে মরে যেতে চাই।
আমার মা আমার
জন্মভূমি একদিন শুধু
একদিন বলে উঠুক
” আমার প্রতিটি সন্তান ই
এক একটি স্বাধীন বাংলাদেশ।
একজন নয় দুজন নয়
কোটি সন্তানের চোখে
আলাদা আলাদা মুজিব গড়ে উঠুক।
” বিপন্ন মনের দূর্বল চিত্তের
দুর্বৃত্ত যেন আলোড়ন না তোলে।
দিন রাতের সমগ্র বিশ্ব যেনো বলে ওঠে,
বাঙালি হার না মানার জাত বিজয়ী বীর, স্বপ্নের কারিগর।