মেহেরপুর নিউজ, ১২ জুলাই: আর কয়দিন পর শুরু হচ্ছে পবিত্র হজ্জপালন কার্যক্রম। প্রতিবারের মত এবারও বাংলাদেশ থেকে কয়েক লাখ হাজী আল্লাহতায়ালার নৈকট্য লাভে পবিত্র মক্কায় হাজির হবেন। হজ্জ ফ্লাইট শুরুর আগেই হাজীদের চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে শতাধিক সদস্য’র একটি চিকিৎসক দল মক্কায় পৌঁছাবেন।
চিকিৎসক দল নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবে। এই চিকিৎসক দলের সদস্য হিসাবে রুমানা হেলালী জুসি রয়েছেন। এবারই প্রথম মেহেরপুরের কোন মেয়ে এই চিকিৎসক দলে স্থান পেল।
জেলা হাজী সমিতি সূত্রে জানা গেছে, এবারের হজে মেহেরপুর থেকে সরকারীভাবে প্রায় ২১৫ জন হাজী অংশ নেবেন। চিকিৎসক জুসি জানান, যে কোন শারীরিক সমস্যা দেখা দিলে মেহেরপুরের হাজী সহ সকল হাজীকে চিকিৎসক দলের সহায়তা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিকিৎসক জুসি মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মুতাছিম বিল্লাহ’র ছোট মেয়ে। চিকিৎসক জুসি হাজীদের জন্য সরকারের নির্দেশিত সমস্ত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন এজন্য তিনি মেহেরপুরের প্রতিটি নাগরিকের কাছে দোয়া চেয়েছেন।