টপ নিউজ

হবিগঞ্জে বজ্রপাতে দু্ই জন নিহত

By মেহেরপুর নিউজ

May 24, 2019

সারাদেশ ডেস্ক, ২৪ মে: হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।  শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের জিতু মিয়ার ছেলে ফয়ছল মিয়া (৩৫) ও তার সঙ্গী ধান কাটার কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ফয়সল মারা যান। এতে তার সঙ্গী সামসু মিয়া (৩৪) ও খোকন মিয়া (৩৫) গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাধবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, নবীগঞ্জ উপজেলার গুজাখাইড় গ্রামের কৃষক সিজিল মিয়া (৪৫) শুক্রবার বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত সিজিল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

নবীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান সিজিল মিয়া। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।