মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জানুয়ারি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে পরকীয়ার শিকার গৃহবধু মর্জিনার লাশ হত্যার সন্দেহে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য দাফনের ৭ মাস পর কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। বুধবার দুপুর ১২ টার দিকে শিবপুর কবরস্থান থেকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল দল তার লাশ উত্তোলন করে মর্গে পাঠায়। এ সময় মুজিবনগর থানার সেকন্ডে অফিসার এস আই মফিদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
মামলার এজাহারে জানা যায়,পরকীয়া প্রেমের জের ধরে ঘাতক স্বামী ইকবাল হোসেন ও তার পরকীয়া প্রেমিকা’র লোকজন ২০১৪ সালের ২৪ জুলাই নিজ ঘরে নববধু মর্জিনাকে পরিকল্পিতভাবে হত্যা করে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে বলে প্রচার করে। পরে তরিঘরি করে ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার মাস না পেরুতেই ঘাতক স্বামী তার পরকীয়া প্রেমিকা একই গ্রামের সোহরাব হোসেনের স্বামী পরিত্যক্ত মেয়ে নাজমা খাতুনের সাথে দ্বিতীয় বিয়ে করাই স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়।
মর্জিনার বড় ভাই ও মামলার বাদী মকলেসুর রহমান জানান, বিয়ের মাত্র কয়েকদিন পরই আমার বোনকে স্বামী ইকবাল হোসেন ও তার লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে চালিয়ে দেই। পরে তার আচরনে সন্দেহে হলে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা করি।মামলার পর থেকে ঘাতক ইকবাল হোসেন ও তার দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুনসহ পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল আলম জানান, নিহত গৃহবধু মর্জিনার বড় ভাই মকলেসুর রহমান বাদী হয়ে মেহেরপুর আমলী আদালতে মামলা দায়ের করেন। মর্জিনা খাতুনকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে আদালতের বিজ্ঞ বিচারক নিহতের মৃতদেহ কবর থেকে উত্তোলন ও ময়না তদন্তের নির্দেশ দিলে স্থানীয় পুলিশের সহায়তায় মর্জিনা খাতুনের কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
উল্লেখ্য, মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের মেয়ে মর্জিনা খাতুনের সাথে হত্যার কয়েক দিন আগে শিবপুর গ্রামের দুলা গাজীর ছেলে ইকবাল হোসেনের বিয়ে হয়েছিল।