অন্যান্য

সড়ক দূর্ঘটনায় মেহেরপুর সদর থানায় এস আই ছাহাবুল আহত

By মেহেরপুর নিউজ

May 25, 2015

মেহেরপুর নিউজ,২৫ মে: দ্রুতগামী একটি এ্যাম্বুলেন্সের ধাক্কায় মেহেরপুর সদর থানার এস অাই ছাহাবুল আহত হয়েছে। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহত এস অাই ছাহাবুল জানান, সন্ধ্যার পর পুলিশ লাইন থেকে মোটরসাইকেল যোগে সদর থানার উদ্যোশেে রওয়ানা দেয়ার পর পুলিশ লাইনের অনতিদুরে একটি তেলপাম্মের সামনে একই দিক থেকে আসা দ্রুতগামী একটি এ্যাম্বুলেন্স মোটরসাইকলেটিকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।