এক ঝলক

সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশংকা

By মেহেরপুর নিউজ

May 13, 2019

এস এম জামাল, কুষ্টিয়া , ১৩ মে: কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ। যানবাহন চলাচলে বাঁধা হয়ে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রাণহানিসহ বড় ধরণের ক্ষয়ক্ষতির আশংকা করছে স্থানীয়রা।

জেলা প্রশাসন এবং পল্লী বিদ্যুতের ডিজিএমসহ সংশ্লিষ্টদের কাছে খুঁটিগুলো সরানোর জন্য আহবান জানিয়েছেন স্থানীয়রা। তবে পল্লী বিদ্যুতের গাফিলতির কারণেই খুঁটি গুলো সরানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকেই।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, কুষ্টিয়া- রাজবাড়ি সড়কের নির্মাণকাজ চলছে। কিন্তু কুষ্টিয়া শহরতলির লাহিনী বটতলা থেকে দবির মোল্লার গেট পর্যন্ত ১০টি এবং আলাউদ্দিন নগর এলাকায় ৫ টির মত বিদ্যুতের খুঁটি রয়ে গেছে সড়কের মাঝেই। এছাড়াও আরো অন্যান্য স্থানে আরো অনেক বিদ্যুতের খুঁটি রয়ে গেছে।

ঠিকাদার প্রতিষ্ঠান সাথে কথা বলে জানা গেছে, তারা সড়ক থেকে খুঁটিগুলো সরানোর জন্য কুষ্টিয়া পল্লী বিদ্যুতের অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) কে বলেছি।

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, খুঁটিগুলো সরানোর বিষয়ে আমরা পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষের সঙ্গে চিঠি চালাচালি সহ বারংবার কথা বলেছি এবং অনুরোধ করছি। এসব খুটি না সরানোর ফলে রাস্তার কাজ করার পরে আবার আমাদেরকে কাজ করতে গিয়ে বেশ পেরেশান এর মধ্যে পড়তে হচ্ছে ।

কুষ্টিয়া পল্লী বিদ্যুতের জিএম হারুন আর রশীদ বলেন, খুঁটিগুলো সরানোর জন্য ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। অনেক খুটি ইতিমধ্যে সরানো হয়েছে।