সাইমুন ইসলাম:
“স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন ও অন্য কেউ সুস্থ রাখুন” করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে জেলাব্যাপী প্রতিনিয়ত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে মেহেরপুর জেলা তথ্য অফিস।
মেহেরপুর জেলা তথ্য অফিস জানায়, সম্প্রতি দেশের অন্যান্য জেলার ন্যায় মেহেরপুর জেলাতেও করোনা ভাইরাসের বিস্তার বাড়তে শুরু করেছে। তাই, করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি রোধে অতি প্রয়োজনীয় বার্তা প্রচার করছে তথ্য অফিস।
আজ মঙ্গলবার সকাল থেকে মেহেরপুর শহরসহ জেলার বিভিন্ন সড়কে “সড়ক প্রচার”শিরোনামে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে মেহেরপুরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার শুরু করে মেহেরপুর জেলা তথ্য অফিস।