মেহেরপুর নিউজ:
নবনিযুক্ত উজবেকিস্তানের বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম মেহেরপুর নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেছেন ১৯৭১ রক্ত ক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, সেখানে মুজিবনগরের সর্বোত্তম অবদান ছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামকরণে মুজিবনগর করা হয়েছিল। জাহাঙ্গীর আলম আরো বলেন একটি জাহাজের যদি নাবিক না থাকে তাহলে সে জাহাজটি অচিরেই ডুবে যায়, স্বাধীনতার প্রচন্ড ঝড়ের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
সেই মুজিবনগর খ্যাত বাংলাদেশ তথা মুজিবনগরের বাসিন্দা হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। উজবেকিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম রবিবার রাতে তার বাসভবনে মেহেরপুর র্নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, মুজিবনগর সরকার যদি গঠিত না হতো তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়া অনেকটাই পিছিয়ে পড়তো। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করার লক্ষ্যে, মুজিবনগর না থাকলে বাংলাদেশ স্বাধীনতা অর্জনে আরো বেশি সময় ব্যয় হতো, আরো রক্ত ঝরতো, আরো সম্ভ্রম হারাতো।
নবনিযুক্ত রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম বলেন, কঠোর পরিশ্রম না করলে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছানোর সম্ভব নয়। মেহেরপুরের কৃতিসন্তান মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম পাটকেল পোতা গ্রামের মাওলানা রুহুল আমিনের ছেলে। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাহাঙ্গীর আলম আরো বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করব, বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্দেশনা রয়েছে সেটি পালন করতে যা যা করণীয় তা করবো। আমাদের সময়ে প্লিমিনারির কোন সিস্টেম ছিল না, তারপরও এই আজো পাড়াগাঁয়ের একটি ছেলে আমি জাহাঙ্গীর আলম, সেখানে সারা বাংলাদেশের মধ্যে ১৬ তম স্থান অর্জন করেছিলাম। কেন করেছিলাম আমার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ছিল, আমি কঠোর পরিশ্রম করেছি, সাফল্যের উচ্চ শিখরে পৌঁচেছি। আমার কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় আমাকে এ পর্যায়ে আসছে সহযোগিতা করেছে।
তিনি এও বলেন, বর্তমান যুবসমাজ যে অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে তার জন্য অভিভাবকরা দায়ী রয়েছেন তারপরও চেষ্টা করতে হবে যাতে আমাদের সন্তান গুলো মানুষের মতো মানুষ হতে পারে।
জাহাঙ্গীর আলম ৮ম বিসিএস ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রামে যোগদান করেন। পরে দেশের বিভিন্ন স্থানে চাকুরি করার পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নড়াইলে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি ঢাকায় বদলি হন হন, সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং যুগ্ম সচিব হিসেবে ২০১৩ সালের জুলাই মাসে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
সেখান থেকে তিনি যোগাযোগ মন্ত্রণালয় এবং পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক জাহাঙ্গীর আলম বলেন, আমি দরিদ্র ঘরের সন্তান বড় হয়েছি পরিবারের আর্থিক সঙ্গতির তেমন একটা ছিল না, কিন্তু কঠোর পরিশ্রম করার কারনে আজ আমি উচ্চ পর্যায়ে পৌঁছাতে পেরেছি।