বর্তমান পরিপ্রেক্ষিত

স্বপ্নচূড়ার সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালা

By মেহেরপুর নিউজ

January 21, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর স্বপ্নচূড়ার সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের বড়বাজার তহবাজারে আলোচনা সভা, বেলুন ওড়ানো, পায়রা ওড়ানো,সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান ও জার্সির মোড়ক উন্মোচন করা হয়।

মেহেরপুর স্বপ্নচুড়া সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সুজন আহমেদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফী,আড়ত ব্যবসায়ী হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক রাসেল বিশ্বাস,ব্যবসায়ী রনি শেখ, শামীমুর রহমান শামীম, জুয়েল বিশ্বাস, আবুল বাসার খোকন, জেলা ট্রাক ট্রাংকলরি কাভার্ডভ্যান (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব,তহবাজার ব্যবসায়ী সমিতির কোষাধাক্ষ আব্দুল মতিন, জিয়াউর রহমান, রাসেল আহমেদ প্রমূখ।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে স্বপ্নচূড়া সংগঠনের সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবং দোয়া অনুষ্ঠিত হয়।