মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোতাছিম বিল্লাহ মতু প্রচার মাইক ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মোতাছিম বিল্লাহ মতু অভিযোগ পত্রে উল্লেখ্য করেন, গতকাল রবিবার বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে মেহেরপুর নতুন পাড়ার মোঃ হায়াত আলীর ছেলে মোঃ সেলিম (৩২), মৃত আঃ জলিলের ছেলে মোঃ মাসুদ (৩৫) ও মোঃ মাসুদ কসাই (৪০) সহ অজ্ঞাত আরো ৫-৬ জন শহরের ভূমি অফিসের সামনে আমার নারিকেল গাছ প্রতীকের প্রচারের ইজিবাইক সামনে মোটরসাইকেল দাঁড় করিয়ে পথ অবরোধ করে আমার প্রচার ম্যানদের নারিকেল গাছের প্রচার প্রচারণা করতে নিষেধ করে এবং ইজিবাইক ভাংচুর সহ মাইকের হর্ন ছিড়েঁ দিয়ে মাইক ছিনিয়ে নিয়ে চলে যায় এবং ঘটনাস্থল থেকে যাওয়ার সময় আমার প্রচার ম্যান ফুড়তি ও রোকনকে ভীতি প্রদর্শন করে যে, পরবতীতে নারিকেল গাছ প্রতিকের প্রচার প্রচারণা করলে মারধর খুন জখম করবে।