নির্বাচন

স্বতন্ত্র মেয়র প্রার্থী মোতাছিম বিল্লাহ মতুর পথসভা

By মেহেরপুর নিউজ

June 07, 2022

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর পৌর নির্বাচনকে সামনে রেখে পথসভা করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মোতাছিম বিল্লাহ মতু। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় মোতাছিম বিল্লাহ মতু পথ সভা করেন।

পথসভায় তিনি তার প্রতিক নারকেল গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় সাবেক পৌর মেয়র ও আসন্ন পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোতাছিম বিল্লাহ মতু মেহেরপুর শহরের কোট জামে মসজিদের সামনে দোকান ভাঙ্গার সমালোচনা করেন।