মেহেরপুর নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান তার গণসংযোগ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলার বাড়াদী ইউনিয়নের রাজনগর, বারাদি শিংহাটে কলাই ডাঙ্গা নতুন দরবেশপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগকালে প্রফেসর আব্দুল মান্নান আগামী ৭ জানুয়ারি ট্রাক মার্কা প্রতীকে ভোট দেবার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলি, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান পথসভায় বক্তব্য রাখেন।