মেহেরপুর নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের সাথে মেহেরপুরের মুক্তিযোদ্ধাদের মত বিনিময়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক(অবঃ)’র সভাপতিত্ব মতবিনিয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান। বীর মুক্তিযোদ্ধা সন্তান আব্দুস সালাম প্রমুখ।