নির্বাচন

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রেজা মোটরসাইকেল শোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

November 25, 2021

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রেজা। বৃহস্পতিবার বিকালের দিকে এ মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

চেয়ারম্যান প্রার্থী আবদুর রেজার নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রাম থেকে শুরু করে বাড়ি বাঁকা, বুড়িপোতা, হরিরামপুর, ইচাখালি, গোভিপুর সহ বুড়িপোতা ইউনিয়নের প্রতিটি গ্রাম প্রদক্ষিণ করে। শোভাযাত্রার অগ্রভাগে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রেজা হুডখোলা একটি মাইক্রো চড়ে শোভাযাত্রার নেতৃত্ব দেন। এ সময় তিনি রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সকলের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান।