মেহেরপুর নিউজ:
সেবা ও উন্নতির দক্ষের রুপকার, উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদকে সামনে রেখে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দেয়াল পত্রিকা প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আইসিটি ক্লাসের প্রতিযোগিতা, নতুন শিক্ষা কারিকুলাম এর প্রতিযোগিতা, চিত্রাংকন পত্র, আবেদনপত্র, এবং পত্র লেখা প্রতিযোগিতা। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুঠিপোতা ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সানু।