মেহেরপুর নিউজ,২৪ জুলাই: মেহেরপুরের মুজিবনগরে স্থলবন্দর ও আন্তজাতিক চেকপোষ্ট নির্মানের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে প্রথম রাজধানী উন্নয়ন সংগ্রাম কমিটি।
শুক্রবার সকালে মুজিবনগর সার্কিট হাউসে মুজিবনগর স্থল বন্দর ও আন্তজাতিক চেকপোষ্ট স্থাপনা প্রথম রাজধানী উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়ক ও বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম ,ইউপি সদস্য সোহরাব হোসেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন এ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মুন্সি ওমর ফারুক প্রিন্স , সাধারন সম্পাদক শফিউদ্দীন যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম সহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আয়ুব হোসেন বলেন, আগামীতে মিটিং, মিছিল মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে মুজিবনগর বাসিকে নিয়ে স্থলবন্দর বাস্তবায়নের দাবি জানানো হবে।