মেহেরপুর নিউজ:
বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট জেনারেল রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেল পাওয়েল অব গিলওয়েল (বিপি)’র ১৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা স্কাউট এর উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানের সভাপতিত্বে মেহেরপুর জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনারুল ইসলাম,কমিশনার এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মিন্টু, ইয়াসনবী।
এর আগে বিপি দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানের নেতৃত্ব র্যালিটি জেলা স্কাউট ভবনের সামনে থেকে শুরু করে মল্লিক পাড়া সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে যুগ্ম সম্পাদক কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনারুল ইসলাম,কমিশনার এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মিন্টু, ইয়াসনবী প্রমুখ উপস্থিত ছিলেন।