কৃষি সমাচার

সোনাপুরে বিষ দিয়ে গম নষ্টের অভিযোগ

By মেহেরপুর নিউজ

March 03, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মাঠে প্রায় তিন বিঘা গমের জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে গম নষ্ট করার অভিযোগ উঠেছে। ৪-৫ দিন পূর্বে ঘাস মারা বিষ প্রয়োগ করার পর সোমবার থেকে বিষয়টি নিশ্চিত করেছেন জমির মালিক।

জানাগেছে সোনাপুর গ্রামের সাহেব আলির ছেলে আল-আমিন হোসেন তার পৈতৃক সূত্রে প্রাপ্ত প্রায় তিন বিঘা জমিতে গমের চাষ করেন। গত ৪-৫ দিন পূর্বে আলামিনের এক ভাই মৃত্যুবরণ করেন। তার ভাইয়ের মরদেহ নিয়ে যখন বাড়ির সকলে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে একই গ্রামের চাঁদ নওরীর ছেলে নুরকুল, নুরকুলের ছেলে সাহাজুল এবং ফয়জুলের এর ছেলে আব্দুর রাজ্জাক ঘাস মারা বিষ প্রয়োগ করেন।

প্রথমদিকে বিষয়টি আঁচ করতে না পারলেও সোমবার সকালের দিকে মাঠে গিয়ে গম দেখে বুঝতে পারেন এটি ঘাস মারা বিষ প্রয়োগ করা হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জমির মালিক আলামিন জানান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।