মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের উদ্যোগে সেলিম মুন্সী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে বাগোয়ান ইয়াংস্টার ক্লাব জয়লাভ করেছে।
শুক্রবার মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় বাগোয়ান ইয়াং স্টার ক্লাব ৫ উইকেটে মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব এ দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব এ দল ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। সজীব দলের পক্ষে ৫৯ রান করেন। বাগোয়ান ইয়াংস্টার ক্লাবের হাবিবুর তিনটি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে বাগোয়ান ইয়াংস্টার ক্লাব ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। জনি দলের পক্ষে ৩৩ রান করেন। শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব এ দলের সজীব দুটি উইকেট লাভ করেন। বিজয়ী দলের জনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব এর সহ-সভাপতি ও সাবেক ক্যাপ্টেন আব্দুর রশিদ খান, টুটন, সেলিম জাহাঙ্গীর ও রিয়াজুল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।