অন্যান্য

সেনা সদস্য মোমিনুলের লাশ সামরিক মর্যাদায় দাফন

By মেহেরপুর নিউজ

May 05, 2015

মেহেরপুর নিউজ,০৫ মে: সড়ক দূর্ঘটনায় নিহত সেনা সদস্য মেমিনুল ইসলাম লাশের দাফন সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সামরিক মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করেন সেনাবাহিনীর একটি চৌকষ দল। পরে জানাযা শেষে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়। এর আগে দুপুর ১২ টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে নিহত সেনা সদস্য মোমিনুলের লাশ মেহেরপুর ষ্টেডিয়ামে পৌছায়। হেলিকপ্টার থেকে নামিয়ে কফিনে করে সেনাবাহিনীর কর্পোরাল কফিল উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম মোমিনুলের লাশ তার গ্রামের বাড়ি গাড়াবাড়িয়ায়

পৌছে দেয়। সেনা সদস্য মোমিনুলের লাম গ্রামের বাড়িতে পৌছোলে সেখানে শোকের ছায়া নেমে আসে। আশেপাশের গ্রামের শতশত মানুষ মোমিনুলের লাশ একনজহর দেখার জন্য ভিড় জমায়। উল্লেখ্য, সোমবার দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে সিএনজি ও বাসের সংঘর্ষে সে ঘটনাস্থলে মারা যায়। এসময় আহত হন আরও তিনজন। তাদের মধ্যে নিহত মমিনুলের শাশুড়ি ও সন্তানকে সিএমএইচ এ পাঠানো হয়েছে। বাকি দু’জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।