ক্রিকেট

সেই কার্ডিফেই দু’বছর পর সেঞ্চুরি সাকিবের

By মেহেরপুর নিউজ

June 09, 2019

ডেস্ক রিপোর্ট, ৮ জুন:

২০১৭ সালের ৯ জুন কাডির্ফের সোফিয়া গার্ডেন্সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। দু’বছর হবার একদিন আগে, অর্থাৎ আজ ৮ জুন সেই কার্ডিফেই নিজের ২০১তম ম্যাচে অষ্টম সেঞ্চুরির দেখা পেলেন সাকিব। তবে এবার, বিশ্বকাপের মঞ্চে। প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রান করে ইংল্যান্ড। জয়ের জন্য ৩৮৭ রানের লক্ষ্যে খেলতে চতুর্থ ওভারের দ্বিতীয় বলে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ফলে চতুর্থ ওভারেই উইকেটে যান সাকিব। ব্যাট হাতে ইংল্যান্ডের বোলারদের দক্ষতার সাথেই মেকাবেলা করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। অন্যপ্রান্ত দিয়ে অন্যান্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও, সাকিব ছিলেন অবিচল। নিজের ৯৫তম বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। নিজের চতুর্থ বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তবে বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে তৃতীয় সেঞ্চুরি করলেন সাকিব। এর আগে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে জোড়া সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০১৫ সালের বিশ্বকাপে পরপর দু’ম্যাচে দু’টি সেঞ্চুরি করেছিলেন রিয়াদ। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ ও বাংলাদেশের পরের ম্যাচে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮ রান করেন রিয়াদ। বাসস