মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর বাবর পাড়ার মাঠে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাতের কোন এক সময় বিষ প্রয়োগের ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বাবরপাড়া গ্রামের গোরচাঁদের ছেলে সোহরাব হোসেন সুবিদপুর বাবরপাড়ার মাঠে প্রায় সাড়ে তিন বিঘা জমির পুকুরে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি তিনি প্রায় সাড়ে সাত মণ মাছের পোনা অবমুক্ত করেন।
এদিকে সোমবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ঐ পুকুরে বিষ প্রয়োগ করলে সমস্ত মাছ মরে ভেসে ওঠে।সকালে পুকুর মালিক পুকুর দেখতে গিয়ে মাছ মরে ভেসে থাকতে দেখে কান্না ভেঙে পড়েন। সোহরাব হোসেন বলেন, সুবিদপুর জোলপাড়া উজ্জল হোসেন নামের এক ব্যক্তি আমাকে হুমকি দেওয়ার পরদিন পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটলো। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।