মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর:
সুন্দরবনকে ভোট দিন এ শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার মেহেরপুরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর নেতৃত্বে এ দিন সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে বাদ্যের তালে তালে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে অংশ গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, পৌর প্যানেল মেয়র রিয়াজতুল্লাহ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুদুল হাসান মালিক, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক রাজিয়া আক্তার বানুসহ সরকারি সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
র্যালি শেষে জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু বিশ্বের সপ্তম আশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।