এস.এম. মোস্তাফিজুর রহমান
হাসিমাখা মুখ
লাগে দেখে সুখ
প্রকৃত সুখি মানুষ চিনেছে কে কবে ?
সুখি সুখি করলেই হবে না
সুখ যদি না থাকে তাঁর কপালে
রবের হুকুম হলে, তবেই সে সুখি হবে।
সুখি মানুষ সব সময়ই-
সুখি হয়ে থাকবে, এমনটা নয়!
সুখ কভু কখনোই ধরে রাখা যায় না
সুখের মুহূর্ত সেটাও বেঁধে রাখা যায় না।
কিন্তু যদিও বা তারঁ
কিছুটা সময় বয়ে যায়,
আবার কখনো সেটা স্মৃতি হয়ে-
থেকে যায় কোনো এক ছবির ফ্রেমে।
তুমি আমি আমরা
হয়তো’বা ভুল যুগ শেষে,
কেউ জিতে যায় কেউ’বা হারে
অকারণ অভিমান কিংবা প্রেমের গেমে।