বর্তমান পরিপ্রেক্ষিত

সিঙ্গাপুরে ২০২৫ মে ডে এওয়ার্ড পেলেন মহাজনপুরের কৃতি সন্তান সুমন বিশ্বাস

By Meherpur News

April 25, 2025

মেহেরপুর নিউজঃ

সিঙ্গাপুর ন্যাশনাল ট্রেডস ইউনিয়ন এর পক্ষ থেকে এবার সিঙ্গাপুরে ২০২৫ মে ডে এওয়ার্ড পেলেন মেহেরপুর মহাজনপুরের কৃতি সন্তান সুমন বিশ্বাস।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লি সেং লং এর উপস্থিতিতে ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান সুমন বিশ্বাসের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে সিঙ্গাপুরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সুমন বিশ্বাস মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহজমপুর গ্রামের গোলাম কিবরিয়া বিশ্বাসের ছেলে। সুমন বিশ্বাস দীর্ঘ প্রায় ১৬ বছর যাবত সিঙ্গাপুরে প্রবাস জীবনযাপন করছেন। তিনি সিঙ্গাপুরের প্রবাসীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছেন। বিদেশের মাটিতে শ্রমিকদের অধিকার, ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের তিনি অক্লান্ত পরিশ্রম করেন।নতুন প্রবাসীদের উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদের জীবনকে সুন্দরভাবে গড়তে পরামর্শ দিয়ে আসছেন।কিভাবে প্রবাসে বিদেশের মাটিতে নিজেকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হয়। এ বিষয়ে তিনি সবসময় পরামর্শ দেন।সিঙ্গাপুরের সরকারি বেসরকারি সমস্ত সংস্থাগুলোর সাথে প্রবাসীদের কল্যাণে কাজ করেন।প্রবাসীরা যেনো প্রতারণা শিকার না হয় সে বিষয়েও পরামর্শ দিয়ে থাকেন।

বিদেশের মাটিতে প্রবাসী কর্মীদের সুখে দুঃখে তাকে সব সময় পাশে পায়। প্রবাসীদের বিপদে তিনি ছুটে চলেন। সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় গতবছর সিঙ্গাপুর পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সুমন বিশ্বাসকে পুরস্কৃত করা হয়।মানুষের কল্যাণে কাজ করার জন্য বিদেশের মাটিতে অনেক সম্মান তিনি পেয়েছেন।

মে অ্যাওয়ার্ড লাভ করার পর তিনি বলেন, বিদেশে মাটিতে বাঙালিদের সুস্থ সুন্দর নিরাপত্তা জীবন গড়তে সাহায্য সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্ব। আমি নিঃস্বার্থভাবে প্রবাসীদের কল্যাণে কাজ করে সিঙ্গাপুরে সম্মান অর্জন করেছি। ১ সন্তানের জনক সুমন বিশ্বাস সকলের কাছ থেকে দোয়া কামনা করেন।