মেহেরপুর নিউজ, ২৩ জুলাই:
সিংগাপুরে কর্মরত মেহেরপুরের প্রবাসিদের মিলনমেলা, একে অপরের সাথে কুসল বিনিময় , আড্ডা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার সময় সিংগাপুরের মোস্তফা সেন্টারের সামনে মেহেরপুরিয়ানদের এ মিলানমেলা অনুষ্ঠিত হয়।
মিলনামেলায় সকলের মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকশনা কমিটির সদস্য এমএএস ইমন। এসময় তিনি প্রবাসিদের সাথে তাদের বিভিন্ন সমস্য ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে শরিফ রেজা, সাদিক রেজা, লর্ডসহ শত শত মেহেরপুরের প্রবাসিরা অংশ গ্রহন করেন।