মেহেরপুর নিউজ, ২৫ ডিসেম্বর:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট মোহাম্মদপুর জোনের ব্যবস্থাপনায় “মানবিক মূল্যবোধ সমৃদ্ধ যুব সমাজ গড়তে, সহশিক্ষা সহায়ক শক্তি” এই প্রতিপাদ্যে শুরু হওয়া “১ম জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট জোনাল ক্যাম্প-২০১৯ শেষ হলো আজ বুধবার।
গত ২৩ ডিসেম্বর সোমবার বিকেল ৪ টায় লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী জিয়া এই ক্যাম্পের উদ্বোধন করেন।
ক্যাম্পে, রাজধানীর ৬০টি প্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্ট সদস্য, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ, ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব ও ¯ে^চ্ছাসেবক এবং ঢাকা জেলা যুব সদস্য ও সিনিয়র স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই যুব রেড ক্রিসেন্ট জোনাল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভার্নিং বোর্ডের সম্মানিত সদস্য প্রফেসার ডা: মো: হাবিবে মিল্লাত, এমপি। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি:
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান ও সোসাইটির ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ। বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার লুৎফুর রহমান চৌধুরী হেলাল, রাজিয়া সুলতানা লুনা ও সিনিয়র আরসিওয়াই আলাউদ্দিন আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ মহাসচিব মো: রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার। সমাপনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল চালিকা শক্তি যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। এ যাবৎ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যত সন্মান পেয়েছে এবং সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়িযেছে সবখিছুই যুব রেড ক্রিসেন্টের অবদান। তিনি বলেন, আমরা যুব সদসদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি, আগামীতেও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
প্রফেসার ডা: মো: হাবিবে মিল্লাত, এমপি বলেন, যুব ও স্বেচ্ছাসেবকদের বিদেশে উচ্চ শিক্ষার সুযোগসহ বিনাখরচে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে লেখাপড়া করারও ব্যবস্থা করেছি।
তিনি আশা প্রকাশ বলেন, ক্যাম্পে অংশগ্রহণকারীরা আর্ত মানবতার সেবায় আরও অধিক ভুমিকা রাখবে বলে আমার বিশ্বাস।