মেহেরপুর নিউজ, ০৯ জানুয়ারি: সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেহেরপুর প্রেস ক্লাব।
এই মানববন্ধনের মাধ্যমে আগামীতে সুষ্ঠু পরিবেশে যাতে সাংবাদিকরা তার পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেই নিশ্চয়তা নিশ্চিত করতে চেয়েছেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
আজ সকাল ১১ টার দিকে প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আর্যন্য প্রমূখ।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ন পেশা। দেশের সমস্যা, সম্ভাবনা, দূনীতি এসব তুলে ধরায় সাংবাদিকদের পেশাগত কাজ। অথচ দায়িত্ব পালনের সময় প্রায়সই সাংবাদিকরা হামলার শিকার হন। এমনকি কোন কারণ ছাড়াই সাংবাদিকদের হাতে হাতকড়াও পরাচ্ছে পুলিশ। এর তীব্র প্রতিবাদও জানিয়েছে মেহেরপুর প্রেস ক্লাব।