বর্তমান পরিপ্রেক্ষিত

সাবেক প্যানেল মেয়র মিজানুর রহমান রিপনের ১৪ তম মৃত্যু বার্ষিকী আজ

By Meherpur News

April 08, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মাহফুজর রহমান রিটনের বড় ভাই মরহুম মিজানুর রহমান রিপনের ১৪ তম মৃত্যু বার্ষিকী আজ ।

২০১১ সালের ১ এপ্রিল সন্ধায় তৎকালীন পৌর সভার প্যানেল মেয়র ও যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন শহরের হোটেল বাজারে তার রাজধানী ষ্টোরে বসে থাকা কালীন সময়ে সন্ত্রাসীরা তার উপর বোমা হামলা চালায়। ঐ সময় তৎকালীন প্যানেল মেয়র ও যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন, কাউন্সিলর কামরুজ্জামানসহ কয়েকজন আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকায় রেফার্ড করার পর ৮ এপ্রিল মিজানুর রহমান রিপনের মৃত্যু হয়।

এদিকে মিজানুর রহমান রিপনের ১৪ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দিনটি বিভিন্নভাবে পালন করা হবে।