মেহেরপুর নিউজ:
ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচীর দায়ের করা একটি চেক ডিজঅনার মামলায় জামিন আদালতে হাজিরা দিতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের দায়েরকৃত সন্ত্রাস বিরোধ আইনের একটি মামলায় গ্রেফতার হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল। মঙ্গলবার দুপুরের দিকে সরফরাজ হোসেন মৃদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানাযায়, ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচীর দায়ের করা একটি চেক ডিজঅনারের একটি মামলায় সরফরাজ হোসেন মৃদুল দুপুরের দিকে আদালতে হাজিরা দিতে এসে ২০২৪ সালের ২৮ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলা মেহেরপুর সদর থানার মামলা নং ২০ (জিআর-২৭৭/২৪) তারিখ- ২৮/০৮/২৪ ইং মুলে ধারা-৬(২)/৭(৫)/৭(৬)(ক)/৭(৬)(খ)/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধন সংশোধনী ২০১৩ মামলায় হাজির হয়ে জামিনের আবেদন করলে আমলী আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক জুয়েল রানা তার জামিন নামঞ্জুর করে সরফরাজ হোসেন মৃদুলকে কারাগারে প্রেরনের আদেশ দেন। পরে কড়া নিরাপত্তা মূলক ব্যবস্থার মধ্য দিয়ে সরফরাজ হোসেন মৃদুলকে কারাগারে নেওয়া হয়।
মামলার আরজিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৪ আগস্ট মেহেরপুর পৌর শহরে একটি সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে পরদিন ৫ আগস্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা দেওয়ার পরপর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজের নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে লাঠিপেটা করেন। পরদিন দুপুরে ছাত্র-জনতা এক দফা দাবি নিয়ে মাঠে নামলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আবারও তাঁদের ওপর হামলা করেন। এতে চার শিক্ষার্থী গুরুতর আহত হন।