অন্যান্য

মৃত মানুষকে জীবিত করার চেষ্টা এক ওঝাঁর

By মেহেরপুর নিউজ

June 22, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুন: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে রবিবার ভোরে সর্প দংশনে মৃত গৃহবধূ রাশেদা খাতুনকে (৩৫) মৃত্যুর ৫ ঘণ্টা পর তাকে বাঁচাতে অবিশ্বাস্য আশার বাণী নিয়ে হাজির হন কথিত ওঁঝা সিরাজুল ইসলাম। মধ্যযুগীয় কায়দায় মৃতদেহ আগুনে ঝলসে জীবিত করার চেষ্টা করে ব্যর্থ হয়। নিহত রাশেদা খাতুন রাজনগর গ্রামের রমজান আলীর স্ত্রী। পারিবারিক সূত্রে জানাগেছে, প্রতিদিনের মত রাশেদা খাতুন তার নিজ মাটির বসতঘরে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিল। রবিবার ভোর রাতের দিকে রাশেদাকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে কামড় দেয়। এসময় চিৎকার করলে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এদিকে আগুনে ঝলসানোর ছবি নিতে গেলে স্থানীয় কয়েক যুবক সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়। এবং ছবি নিতে বাধা প্রদান করেন।  জানা গেছে, তারা কবিরাজের লোকজন। আজ রবিবার সকাল সাড়ে ১১টার সময় সরেজমিনে রমজান আলীর বাড়িতে পৌঁছে দেখা গেল মানুষের ভিড় ঠেলে কাছে গিয়ে চোখে পড়লো গা শিউরে ওঠার মতো দৃশ্য। কবিরাজ সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিবারের লোকজন কে বলেন গৃহবধূ রাশেদা বেচেঁ আছে। আগুনে তাপ দিলে তাকে বাচাঁনো সম্ভব হবে। তার কথায় নিহতের স্বামী রমজান আলী সহ পরিবারের লোক শেষ চেষ্টার জন্য অনুমতি দেন। লাশ একটি লাল লেপে জড়িয়ে মইয়ের  উপরে করে  উঁচু স্থানে রেখে কাঠ জ্বালিয়ে লাশ আগুনে ঝলসানোর জন্য প্রায় ১৫ মিনিট তাপ দেয়া হয়। আগুনের তাপে ইতোমধ্যেই মৃতদেহের বিভিন্ন স্থান ঝলসে গেছে। হঠাৎ সিরাজুলের মুখে শোনা গেলো গৃহবধূ রাশেদাকে আর বাচাঁনো সম্ভাব হলো না। এদিকে মৃত মানুষ জীবিত করার প্রচেষ্টার খবরে গ্রাম ছাড়াও আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের ভিড়

জমায় ঘটনাস্থলে। সকলের চোখ মৃত ব্যক্তির দিকে। কখন কবিরাজ তাকে জীবিত করবে এমন প্রত্যাশায়। কিন্তু সবাইকে নিরাশ করলেন ভন্ড কবিরাজ। ভন্ডামি করে অর্থ উর্পাজনের লক্ষ্যে এ অমানবিক কার্যকলাপের বিচার দাবি করলেন স্থানীয় কিছু মানুষ। স্থানীয় কয়েকজন আরো জানান, এ কর্মকান্ড মুসলমানদের শরিয়া বিরোধী। শিরক ও গুনাহর কাজ। কেননা মৃত মানুষকে কবিরাজ কিংবা ওঁঝা বাঁচাতে পারে এ কথা বিশ্বাস করাও মহাপাপ। ৭০ বছরের বৃদ্ধ হাসেম আলী বলেন, শুনেছি মরার ওপর খাড়ার ঘা। কোনো দিন চোখে দেখেনি। আজ দেখলাম। এদিকে রাশেদাকে দংশন করা সাপটি মারতে এলাকাবাসী রাশেদার মাটির ঘরের মেঝে খুঁড়তে থাকেন। এব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, এধরনের ঘটনা আমার জানা নাই। তবে খোজ নিয়ে দেখছি।  এবিষয়ে রাশেদা খাতুনকে মৃত ঘোষনাকারী ডাক্তার এ আজমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালে সাপে কাঁটা রোগিটি আসলে আমি তাকে মৃত ঘোষনা করি। এর পর তার বেচেঁ যাওয়া এটা নিছক ভন্ডামি।

ঘাতক কবিরাজ সিরাজুল ইসলাম বলেন, এভাবে আমি অনেক সাপে কাঁটা রোগিকে জীবিত করেছি। তাহলে এই মৃতকে বাচাঁনো সম্ভব হলোনা কেন এমন প্রশ্নে ? তিনি বলেন, ঘন্টা খানেক আগে হলে বাচাঁনো যেত বলে তিনি চলে যান। নিহতের স্বামী রমজান আলী বলেন, গ্রামের মানুষের কথা মত আমি আমার স্ত্রী রাশেদা খাতুনকে বাচাঁনোর জন্য কবিরাজকে শেষ চেষ্টা করার অনুমতি দিয়ে ছিলাম।