মেহেরপুর নিউজ, ২৩ আগষ্ট: আত্মরক্ষার সুবিধার্থে সেলফ প্রটেক্ট অ্যাপ উদ্ভাবন করায় স্কলারশিপ (১০০% ওয়েবার) দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে পড়ার সুযোগ পেয়েছে মেহেরপুরের তরুণ কৃতি সাদ্দাম হোসেন শাহিন। সাদ্দাম ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষে অধ্যায়ন করছে। সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিষ্টার স্বাক্ষরিত এক স্লিপের মাধ্যমে তাকে এ সুযোগের কথা জানানো হয়। বিনা খরছে লেখাপড়ার সুযোগ দেয়ায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাদ্দাম হোসেন। তার এ সুযোগে মেহেরপুর নিউজ পরিবারের পক্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ সকলকে ধন্যবাদ জানানো হয়েছে এবং একই সাথে অভিনন্দন সাদ্দাম হোসেন শাহিন। প্রসঙ্গত, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের সাদ্দাম হোসেন আত্মরক্ষার্থে সেলফ প্রটেক্ট নামক একটি অ্যান্ড্রয়েড অ্যাপ উদ্ভাবন করে দেশে সাড়া জাগিয়েছে। ইতিমধ্যে ওই অ্যাপটি নিয়ে বাংলাদেশ পুলিশের অপরাধ ও আইটি বিভাগে পর্যালোচনা চলছে। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও অ্যাপটি নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে।