মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মার্চ:
মেহেরপুর মুজিবনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মুজিবনগর প্রতিনিধি শেখ শফিউদ্দিনকে মারধরের প্রতিবাদে ও ডাঃ মোঃ আব্দুল লতিফকে অপসারনের দাবিতে বৃহস্পতিবার মুজিবনগর প্রেস ক্লাবে আলোচনা সভা এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্যও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এদিন বিকেলে সুনালের নেতৃত্বে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনের আয়োজন করা হয়। এসময় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তুহিন, রোকন, লাল্টু প্রমুখ। এদিকে এদিন সন্ধ্যায় মুজিবনগর প্রেস ক্লাবে সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্সের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শেখ সফিউদ্দিন, লিটন মন্ডল, মিলন, চঞ্চল প্রমুখ। উল্লেখ্য, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪র্থ শ্রেণীর কর্মচারী পদে চাকরী দেয়ার নাম করে ডা. মোঃ আব্দুল লতিফ এক প্রার্থীর কাছ থেকে বিভিন্ন সময়ে এক লাখ ৫হাজার টাকা আদায় করেন। চাকরী না দেয়ায় ওই ব্যক্তি টাকা ফেরত চায় এবং চলতি মাসের ১০ তারিখে টাকা ফেরত দেবেন অঙ্গিকার নামা করে দেন ডা. আব্দুল লতিফ। পরবর্তীতে টাকা ফেরত দেয়া হবে না বলে জানানে গোলমাল হয়। এসময় সাংবাদিক শেখ শফি ঘটনা স্থলে উপস্থিত হয়ে তধ্য সংগ্রহ করেন। পরে ডা. আব্দুল লতিফ তার এক আত্মীয়ের মাধ্যমে সাংবাদিক শেখ শফিকে মারধর করান। শেখ শফি ওই দিন মুজিবনগর থানায় একটি জিডি করেছেন। এদিকে সাংবাদিক শেখ শফির উপর হামলার ঘটনায় মেহেরপুরের সাংবাদিক বৃন্দ নিন্দা জানিয়েছেন ও ক্ষোভ প্রকাশ করেছেন। এরা হলেন সাংবাদিক মিজানুর রহমান, মহাসিন আলী, মুহম্মদ মহসীন, মেহের আমজাদ, খোরশেদ আলম প্রমুখ।