মেহেরপুর নিউজ:
মেহেরপুরে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অপরাধে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের কে বদলি করা হয়েছে। আব্দুল কাদেরকে জেলা পর্যায়ের কর্মকর্তা থেকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। সোমবার দুপুরের দিকে বদলির নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য গত ৮ নভেম্বর সাংবাদিক আবু আক্তার করণ ও জাকির হোসেন আব্দুল কাদেরের দুর্নীতিসংক্রান্ত তথ্য জানতে জেলা সমাজসেবা কার্যালয় গেলে আব্দুল কাদের এর নেতৃত্বে জাকির হোসেনকে একটি রুমে আটকে রেখে লাঞ্ছিত করে এবং ক্যামেরা ভাঙচুর করে। এ ঘটনায় মেহেরপুরের সাংবাদিক মহল কবে ক্ষোভে ফেটে পড়েন। এক সপ্তাহ পর ওই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় রবিবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাবে এক সভা শেষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
সোমবার কর্মসূচির প্রথম দিনে মেহেরপুরে সকল সাংবাদিক একত্রিত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করার পর দুপুরের দিকে তাকে বদলির আদেশ দেওয়া হয়। সমাজসবা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল কাদের কে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কর্মকর্তা হিসেবে বদলি করার পরপরই সোমবার সন্ধ্যায় মেহেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে এক জরুরি সভায় বাকি ৬ দিনের কর্মসূচি সহ সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়