বর্তমান পরিপ্রেক্ষিত

সাংবাদিক পোলেনের বিরুদ্ধে মামলা করায় প্রতিবাদ সভা ।। প্রত্যাহারের দাবিতে নানা কর্মসূচী

By মেহেরপুর নিউজ

May 30, 2016

মেহেরপুর নিউজ, ৩০ মে: বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা এবং প্রত্যাহারের দাবিতে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্যর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা কামরুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক গোলাম মোস্তফা, ওয়াজেদুল হক জেদু, ইয়াদুল মোমিন, জি এফ মামুন লাকী, মাজেদুল হক মানিক, রাশেদুজ্জামান, ফারুক হোসেন, রমিজ আহসান ,মেহের আমজাদ, মীর সউদ আলী চন্দন, মুজাহিদ মুন্না, জুলফিকার আলী কানন, মাহবুবুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সভায় মামলা প্রত্যাহারের দাবিতে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী বৃহস্পতিবার সকাল ১০টার সময় মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন। মাববন্ধন শেষে স্মারকলিপি প্রদান এবং মামলা প্রত্যাহারের জন্য আল্টিমেটাম দেয়া। এরপরও মামলা প্রত্যাহার না হলে পরিবর্তি বৃহস্পতিবারে কলম বিরতি এবং শনিবার থেকে মামলার সাথে সংশ্লিষ্ট বাদি, সাক্ষীসহ ইন্ধনদাতাদের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে মামলার সাথে জড়িত ব্যাক্তিদের দূর্ণীতি অনুসন্ধান করে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশেরও সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবাদ সভা শেষে মেহেরপুর প্রেসক্লাবের আরেক উপদেষ্টা আতিকুর রহমান টিটু দুরারোগ্য আক্রান্ত হওয়ায় এবং এসএ টিভি প্রতিনিধি ফজলুল হক চিকিৎসার প্রয়োজনে ভারতে যাওয়ার তাদের সুস্বাস্থ্য কামনা করে দেয়া করা হয়।

প্রসঙ্গত, গত ১৮ মে বুধবার বাংলাদেশ প্রতিদিনের পেছনের পাতায় ‘কৃষক সেজে গুদামে গম দিচ্ছেন আওয়ামীলীগ নেতারা” শিরোনামে সংবাদ প্রকাশ হলে ২২ মে রবিবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতেিএক কোটি টাকার মামলা করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি পিরোজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের দুলাভাই আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।