শাকিল রেজা, ৩০ এপ্রিল:
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিকরা সারা বিশ্বে বর্তমানে খুব ঝুকিপূর্ন।দেশের প্রায় ৮০ শতাংশ সাংবাদিক সেটাই মনে করেন।সাংবাদিকদের দায়িত্ব পালনে নিরাপত্তা হীনতার মধ্যে গনতন্ত্র রক্ষায় সাংবাদিকতা হতে পারে না। রাষ্ট্রের কাছে দাবী, সাংবাদিকদের নিরাপত্তার সহিত দায়িত্ব পালনের পরিবেশ দিতে হবে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মুজিবনগর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ কথা বলেন।
এর আগে তিনি মুজিবনগর সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন।পরে তিনি মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। রিদর্শনকালে জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক কুদ্দুস আরাফাত,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার,আরশীনগর পত্রিকার সম্পাদক রাশেদুল্ ইসলাম বিপ্লব, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেলর আযম, গণযোগাযোগ সম্পাদক দিলুরুবা খাতুনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।