মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০মে:
সরকারের দিন বদলের সনদ ভিশন-২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে দেশ ব্যাপি তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে স্বাস্থ্য, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, আত্মকর্ম সংস্থান, বৃক্ষ রোপন, মৎস্যচাষ, মাদক-সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া প্রভৃতি স্বাস্থ্য ও সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যাগে আলোচনা সভা, উদ্বুদ্ধ করন সংগীত অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। গন যোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবলু মিয়া, জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপপরিচালক মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান (ছোট)।
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত তথ্য অফিসার কানাই লাল কর। পরে সেখানে সংগীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শন করা হয়।