মেহেরপুর নিউজ, ১৬ এপ্রিল: মেহেরপুরে এক আলোচনা সভা শেষে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুর বিএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক আনোয়ারুল হুদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান, নার্গিস পারভিন, আশেয়া সিদ্দিকা, মেহেদি ইসলাম, ফিরোজ আহামেদ, জাহিদুল ইসলাম প্রমুখ।
পরে আনোয়ারুল হুদ কে সভাপতি, কাজী মতিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ২৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মুক্তাফিজুর রহমান, সুরাইয়া পারভিন, সহ-সভাপতি আবুল হোসেন, মোহাদ্দেস আলী, ওমর আলী, আশেয়া সিদ্দিকা, শাহিন আক্তার, সিনিয়ার যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম, জেসমিন সাহানাজ, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, হাসিনা খাতুন, সাংগঠানিক সম্পাক মহিদুল হক, সহ-সাংগঠানিক সম্পাদক নার্গিস পারভিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান, দপ্তর সম্পাদক সুরাইয়া পারভিন, অর্থ সম্পাদক ফিরোজ আহামেদ, সহ-অর্থ বিসয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোরাদ আলী, মিডিয়া ও প্রচার সম্পাদক ফৌজিয়া আফরোজ তুলি, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক আফসানা গুলজার, মহিলা বিষয়ক সম্পাদক শাহানাজ পারভিন এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন।