মেহেরপুর নিউজ,০২ আগষ্ট:
অবশেষে জেলা প্রশাসকের নির্দেশে মেহেরপুর সিভিল সার্জনের অফিসের সামনে সরকারী জমিতে অবৈধভাবে নির্মানাধীন পাকা ঘরটি দখলকারী নিজেই ভাঙ্গতে শুরু করেছেন।
রোববার বিকালের দিকে ওয়াপদা মোড় দোকান মালিক সমিতির সভাপতি ও ইউপি সদস্য জাফর ইকবালের উপস্থিতিতে ঘর ভাঙ্গা শুরু করা হয়। সম্প্রতি সিভিল সার্জন অফিসের সামনের জমি দখল করে সেখানে পাকা দোকান নির্মান কাজ শুরু করা হয়। বিষয়টি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর দৃষ্টিগোচর হওয়ার পর জেলা প্রশাসক মো: শফিকুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তাগণ ঘঁনাস্থল পরিদর্শন করেণ। সেই সাথে সরকারী জমিতে নির্মানাধীন ঘর ভেঙ্গে ফেলার মৌখিক নির্দেশ দেন। এ ঘঁনার পর রোববার বিকালে ওই ঘর ভাঙ্গা শুরু হয়।
এ ব্যাপারে ওয়াপদা মোড় দোকান মালিক সমিতির সভাপতি জাফর ইকবাল বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে কারণে জেলা প্রশাসকের নির্দেশে ঘর ভেঙ্গে ফেলা হচ্ছে। তিনি আরো বলেন, বাকি ঘরগুলোর ব্যাপারে যেহেতু আদালতের মামলা রয়েছে সেকারনে আদালতের সিদ্ধান্ত মোতাবেত পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।