অন্যান্য

সরকারী কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে স্মারকলিপি দিয়েছে গাংনী পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা

By মেহেরপুর নিউজ

January 12, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারি: সরকারী কোষাগার থেকে বেতন ভাতা দেওয়ার দাবিতে স্মারক লিপি দিয়েছে মেহেরপুরের গাংনী পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। সোমবার দুপুর ১ টার দিকে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের কাছে স্মারক লিপি দেয়া হয়। এসময় গাংনী পৌরসভা কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক ইনামুল হক, প্রকৌশলী শামিম রেজা, হুমায়ন কবির সহ সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মচারী ফেডারেশনের দাবিটি সংসদে উপস্থাপন করা হবে আশ্বাস প্রদান করেন সংসদ সদস্য মকবুল হোসেন।