মেহেরপুর নিউজ, ১১ এপ্রিল: সরকারী কাজে বাধা প্রদান করায় ২ ব্যাক্তিকে ৭ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীনুজ্জামান এ আদালত পরিচালনা করেন।
দন্ডিতরা হলেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আলহামদু শেখের ছেলে আনছার আলী ও রাজনগর গ্রামের ওমর আলীর ছেলে হাফিজুল ইসলাম।
ভ্রাম্যমান আদালতের বিচারক শাহীনুজ্জামান জানান, মেহেরপুর সদর ভ’মি অফিসে সরকারী কর্মচারিকে সরকারী কাজে বাধা দেওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় তাদের ৭দিন করে জেল দেওয়া হয়।