আইন-আদালত

সরকারি বিধি নিষেধ অমান্য করায় জোসনা ব্রেকারীর জরিমানা

By মেহেরপুর নিউজ

June 18, 2021

মেহেরপুর নিউজ:

সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানে বসে খাবার খাওয়ানো দায়ে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় জোসনা ব্রেকারী মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জোসনা ব্রেকারী মালিকের নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সন্ধ্যা ছটা থেকে পরদিন সকাল দশটা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারের সিদ্ধান্তের পাশাপাশি খাবারের দোকান খোলা রাখা নির্দেশনা থাকলেও সেখানে বসে কেউ খেতে পারবেন না। এমনটি বিধিনিষেধ জারি করা হয়েছে। কিন্তু জোসনা বেকারিতে একসঙ্গে অনেকে বসে খাবার খাচ্ছিলেন, এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,।

এবং সরকারি নিয়ম ভাঙ্গায় চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এদিকে এর আগে রাতে সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্ধারিত সময়ের পরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ৮ জনের কাছ থেকে প্রায় নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।