আইন-আদালত

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস বন্ধে আইনি নোটিশ

By মেহেরপুর নিউজ

January 30, 2019

ডেস্ক নিউজ, ৩০ জানুয়ারি: সরকারি ডাক্তারদের অফিস সময়ের মধ্যে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরে বাবুল হোসেন নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার ডাক্তার ব্যক্তিগত চেম্বারে, হাসপাতালে রোগীর মৃত্যু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এই নোটিশ পাঠানো হয়। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতিকে নোটিশ দিয়ে বলা হয়, বেঁধে দেওয়া সময়ে পদক্ষেপ না নিলে আইনি পদক্ষেপ নেওয়া।

সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী চিকিৎসা পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকার নির্ধারিত কর্মঘণ্টা চলাকালে সরকারি ডাক্তারদের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্র্যাকটিস করা পেশাগত অসদাচরণ, আইনের দৃষ্টিতেও অপরাধ।