আপডেট
মেহেরপুর নিউজ, ২৪ জানুয়ারি:
মাদক, সন্ত্রাসী ও দুর্নিতীকে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার ছিল মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রায় ১২৩ শতাংশ বেতন ভাতা বাড়ানো হয়েছে। তাদের দূনীতি করার কোন সূযোগ নেই। কেউ যদি দূর্নীতির সাথে সম্পৃক্ত থাকেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ সন্ধ্যায় মেহেরপুর সার্কিটি হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে এ কথাগুলো বলেন জন প্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জেলা হিসেবে পরিচিত মেহেরপুরের মুজিবনগর। এখানেই শপথ নেন বাংলাদেশের প্রথম সরকার। সেই সরকারের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে।
মুজিবনগর খ্যাত মেহেরপুরের প্রথম মন্ত্রী হিসেবে তিনি বলেন, আমি গর্বিত এমন একটি এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরে। সেক্ষেত্রে মেহেরপুর ও মুজিবনগর বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানায় এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায়। মুজিবনগর এলাকার সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে এই এলাকায় আমার অনেক অঙ্গীকার ও দায়িত্ব রয়েছে। আমার এলাকার সকল শ্রেণীর পেশার মানুষের সহযোগীতা নিয়ে সাধ্যমত মেহেরপুরের উন্নয়নে কাজ করতে পারি।
তিনি বলেন, নির্বাচন সময়ে আমরা মেহেরপুরের উন্নয়নে ইশতেহার ঘোষণা করেছিলাম। ইতিমধ্যে মুজিবনগরে মুক্তিযুদ্ধভিত্তিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি প্রধানমন্ত্রীর কাছে থেকে। যতদ্রত সম্ভব তার কাজটা শুরু করার চেষ্টা করবো। এছাড়া মেহেরপুর জেনারেল হাসপাতালটিকে মেডিক্যাল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করার ব্যাপারে কাজ করে যাচ্ছি। এর ফলে ব্যাপকভাবে গরিব ও দুস্থ রোগীরা উপকার পাবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন- জনপ্রশাসনকে জনবান্ধব করে গড়ে তুলতে চাই। সাধারণ মানুষ যাতে জনপ্রশাসনের কাছে থেকে নিরাপত্তা পায়, সুবিধা পায় এবং সে তার কাক্সিখত সেবা পাই সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।। জনপ্রশাসনকে আরো জনবান্ধব ও জনকল্যামুখী হিসেবে তৈরি করতে চাই।
আজ বিকেলে ঢাকা থেকে সড়ক পথে মেহেরপুরে আসেন মন্ত্রী। জেলার শেষ সীমান্ত মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের নতুন দরবেশপুর মোড়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সাধারণ মানুষ।মেহেরপুর সীমান্ত দরবেশ থেকে এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রাস্তার দুই পাশে দাড়িতে তাঁকে অভ্যর্থনা জানান। মেহেরপুরে পৌছে মন্ত্রী মেহেরপুর পৌর কবরস্থানে বাবা ছহীউদ্দীন ও মা ফজিলাতুন্নেছার কবর জিয়ারত করেন।
জিয়ারত শেষে সার্কিট হাউজে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।