বর্তমান পরিপ্রেক্ষিত

সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই জামায়াত -জামায়াত নেতা মোবারক হোসাইন

By মেহেরপুর নিউজ

December 22, 2024

 সাহাজুল সাজু :

সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিগত স্বৈরাচার সরকারকে হটাতে গিয়ে ছাত্র-জনতার বহু প্রাণ দিতে হয়েছে। স্বৈরাচার সরকার হটিয়ে আরেকটি স্বৈরাচার সরকার দেখতে চায় না জামায়াত। বর্তমান সরকারকে টিকে রাখার জন্য দলমত নির্বিশেষে এই সরকারকে বসানো হয়েছে। এই সরকারকে ফেলে দেয়ার জন্য বহির্বিশ্বে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সজাগ থাকতে হবে আমাদেরকেই।

রবিবার বিকেলে মেহেরপুরের গাংনী হাইস্কুল মাঠ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা জামায়াত আয়ােজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে কথাগুলো বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশাের-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। এ সময় তিনি আরাে বলেন,বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসরেরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপধারণ করে আন্দোলনে আসতে চাচ্ছে। কোন সময় আনসারলীগ, রিক্সালীগ, গার্মেন্টস শ্রমিকলীগ, ইস্কনলীগ সেঁজে মাঠে নামছে তারা। আমরা বলবো অন্তবর্তীকালীন সরকারকে আপনার গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে খোঁজ-খবর রাখেন এরা যেন আর মাথা চাড়া দিতে না পারে।

তিনি নির্বাচন নিয়ে আরোও বলেন, আগামী নির্বাচন হবে ফ্রী-ফেয়ার অংশগ্রহণমূলক সকলের গ্রহণযোগ্য নির্বাচনে সকল দল অংশগ্রহণ করতে পারবে এবং প্রত্যেকটা ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবেন এরকম ব্যবস্থা করবেন বর্তমানের নবনির্বাচিত নির্বাচন কমিশন এ আশা আমাদের আছে।  শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিষয়ে তিনি গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এ ব্যাপারে বাংলাদেশের মানুষ বাড়তি সতর্কতা থাকবে। কারণ আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগ বাকশালী, ডামি ও স্বৈরাচারী  ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে একক পরিবারের হাতে জিম্মি করে রেখেছিল দেশের মানুষকে। আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশটাকে ফাঁকা করে দিয়েছে। ফলে ব্যাংকে কোন টাকা নাই। দেশের মানুষ অনেক কষ্টে রয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। বাজার করতে গেলে সাধারণ মানুষের হিমশিম খাচ্ছে একটাই কারণ দেশের অর্থনৈতিক পঙ্গু করে ফেলে গেছে স্বৈরাচার পতিত আওয়ামী লীগ সরকার। স্বৈরাচার সরকার মনে করেছিল জামায়াতকে বাংলার মাটি থেকে নিঃশেষ  করে দেবে কিন্তু পারে নাই। কারণ দেশের মানুষ জামায়াতের সাথে আছে।

জামায়াতের প্রথম সারির নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, যা পৃথিবীতে কোন নজির নাই এই ধরনের বিচার যা মেনে নেয়া যায় । প্রধান অতিথির  কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন, গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলাম।   সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,যশাের-কুষ্টিয়া অঞ্চল বিম সদস্য ড.আলমগীর বিশ্বাস।

মেহেরপুর জেলা জামায়াকের আমীর মাওলানা তাজউদ্দীন খান, চুয়াডাঙ্গা জামায়াতের জেলা আমীর  অ্যাডভোকেট রুহুল আমিন। এসময় বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন, মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর সোহেল রানা, মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর  মাওলানা খান জাহান আলী, মেহেরপুর জেলা জামায়াতের সূরা সদস্য ও গাংনী উপজেলা জামায়াতের নায়েবে আমীর নাজমুল হুদা। সম্মেলনটি সঞ্চালনা  করেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।  সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।