কবিতা

সবিনয় নিবেদন

By মেহেরপুর নিউজ

February 21, 2020

রাফিয়া আক্তার

——–*————-

জনাব,

আজকে আপনাদের কাছে আমি বিশেষ আর্জি নিয়ে এসেছি,

তার আগে নিজের পরিচয় দিই, আমি এক ভাগ্যবতী জননী,

ষোল কোটি সন্তানের তরুনী মাতা আমি গর্বিত,

আমার বুক ভিজে আছে আমারই সন্তানের বুকের রক্তে,

মায়ের সম্ভ্রম বাঁচাতে বুক পেতে দিয়েছিল আমার দামাল সন্তান,

তবু আমি কাঁদিনি জানেন !

আমি মাথা তুলে দাঁড়িয়ে উড়িয়েছি বিজয় সূর্য,

সূবর্ণরেখায় বুকের পাঁজরে জড়িয়ে রেখেছি আমার কলিজার টুকরা দের,

আপনারা দোয়া করবেন তাঁদের জন্য মিনতি করি।

আমি সদ্য জন্মদাত্রী একজন মাতা, আমার ভুলত্রুটি থাকবেই,

আমায় ক্ষমা দিন, আমি সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর,

আমার দশদিক ঝলমল করে নদনদী সাগরে,

মাটির তলে লুকিয়ে রেখেছি গোপন সুখ,

দিতে চেয়েছি উজাড় করে।

আজ আমি বড়ই মর্মাহত, বেদনা ভরা মন,

আমারই সন্তানেরা কতরকম যে হয়ে গেল!

সোনার সংসারে দূর্নীতি ঢুকিয়ে পচিয়ে তুলল,

ভাই ভাইকে চাপাতি কোপে দ্বিখন্ডিত করে,

সম্ভ্রম হানি করে বোনের, ঘুষ, জালিয়াতি,

মানুষ ঠকানো আর নতুন কুঁড়ি ধংস্ব করছে মাদকে!

 

আর আমি নিরুপায় অসহায়!

একে তরুনী আমি! তার উপর এত সন্তানের দায়ভার ভরণপোষণ!

সবার দিকে সমান নজর পড়েনি, ব্যর্থ আমি।

আজ তাই কিছুটা প্রায়শ্চিত্ত করতে চাই,

“শুনুন তবে সবাই, আজ হতে আমার একান্ত অনুরোধ,

আপনারা কেউ কোনদিন ঐ সব অমানুষ দের আমার সন্তান বলে ডাকবেন না।

ঘুষখোর,দূর্নীতি বাজ, মিথ্যে অট্টালিকায় অহমিকায় যাদের বসবাস,

মাদকের সর্বনাশ যারা নিজ হাতে ডাকছে নিয়ত,

যারা পথে ঘাটে কুত্তার মত নিজ বোনের ইজ্জত হানি করছে,

রাজনীতির নামে করছে ক্ষমতায়ন,

নিজ দোষ ঢাকতে নির্দোষ কে জেলে পাঠাচ্ছে পাঁচতারা থেকে ডিনার

সেরে এসে বাসার কাজের মেয়েটিকে অনাহারে রাখছে,

আমি তাদের কে ত্যাজ্য ঘোষনা করলাম। ত্যাজ্য করলাম ত্যাজ্য করলাম ত্যাজ্য করলাম।

(সংক্ষেপিত)